বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের আওতাধীন চট্টগ্রামের বিভিন্ন বিসিক শিল্প নগরী প্রকল্প এলাকায় দূর্বৃত্তদের হামলা, মালামাল লুট, অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ সূত্রে জানা যায়, গত ০৫ আগষ্ট চট্টগ্রামের বিসিক শিল্প নগরী রাউজান উপজেলা ও ফৌজদার হাটে দূর্বৃত্তরা হামলা চালিয়ে কার্যালয়ের ভিতর ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এতে ফাইল-পত্র নষ্ট করে মোটর সাইকেল আগুন দিয়ে অফিসের সামনে অগ্নি সংযোগ করে।পাঁচ-ছয় জন করে সন্ত্রাসীরা অফিসের সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। বিসিক অফিসে কর্মরত কর্মকর্তাদের প্রাণনাশেরও হুমকি দেয়। এসময় দূর্বৃত্তরা অফিসের মধ্যে থাকা কয়েক লক্ষ টাকার কম্পিউটার সেট, ল্যাপটপ, স্টেশনারী মালামাল, ক্রোকারিজ সামগ্রী, অফিসের আসবাবপত্র নিয়ে যায় এবং ঐদিন রাতে অফিসের সকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এসি, ইলেকট্রনিক সামগ্রী, সোলার প্যানেল, মোটর, দরজা-জানালা খুলে নিয়ে যায়। এ ঘটনার পরে বিসিক এর কর্মকর্তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে বিসিক কর্মকর্তারা দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানা