দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বগুড়ায় বিএনপির যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে যুবদলের চার জন ও সেচ্ছাসেবকদলের দুই জনকে বহিষ্কার করে। শনিবার (১০ আগস্ট) জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগের ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাদিম মাহমুদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কার পাওয়া ছয় জন হলেন- বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল এবং শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ।সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন দীপন প্রাং ও সদস্য সচিব সোহেল রানা। বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশে তাদের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷ বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের অব্যাহতি প্রদান করা হয়৷ শনিবার রাতে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাদিম মাহমুদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্য সচিব আবু হাসানের নির্দেশে ওই দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷