রাজশাহী আইনজীবী সমিতির ২০২৪ সালে নির্বাচিত কার্য্য নির্বাহী কমিটির দায়ীত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহী বার সমিতির সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ দায়ীত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। রাজশাহী আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মো: জমসেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মো: আবুল কাশেম।
দায়ীত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবি এডভোকেট মিজানুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক রওশন আরা, রাজশাহী বারের সাবেক সাধারন সম্পাদক এড. পারভেজ তৌফিক জাহেদী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সভাপতি মাইনুল আহসান পান্না, সাধারন সম্পাদক রইসুল ইসলাম।
রাজশাহী আইনজীবী সমিতির দায়ীত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব নির্বাচিত সহ-সভাপতি এড. মজিজুল হক, এড. সানোয়ার কবির খান ঈসা, এড. জানে আলম, যুগ্ম সাধারন সম্পাদক এড. আব্দুল মালেক রানা, এড. ইমতিয়ার মাসরুর আল আমিন, এড. আদীব ইমাম ডালিম, সেলিম রেজা মাসুম, মাহবুব জুবেরী রাজু, শাহজাহান আলী ফাহিমসহ কার্য নির্বাহী কমিটির সদস্য বৃন্দ।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে রাজশাহী আইনজীবী সমিতির কার্য্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ১৯টি পদে জয় লাভ করার মাধ্যমে জাতীয়তাবাদী আইনজী ফোরামের বিজয় নিশ্চিত হলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এর সদস্যদের মদদে বহিরাগত দুরবৃত্তরা ব্যালট বাকস ভাঙচুড় করে এবং নির্বাচন কমিশনারকে প্রাণ নাশের হুমকি দিয়ে ফলাফল ঘোষণা নাকরে পদত্যাগ করতে বাধ্য করে। গত ১০ জুন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এক তলবী সভা ডেকে রাজশাহী আইনজীবী সমিতিতে এডহক কমিটি গঠন করে জোর পূর্বক দায়ীত্বভার গ্রহন করে।
চলতি মাসের ৫ তারিখে ছাত্র বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারে পতন ঘটলে এডহক কমিটির সদস্যরা আত্ম গোপনে চলে যান। গত ৭ আগষ্ট নির্বাচন অনুষ্ঠানের প্রায় ১৬২ দিন পর জরুরী সভার মাধ্যমে রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এড. জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচরে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেন।