বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতি পালন করছে পুলিশ। এমন পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে রাজশাহীর বাঘা থানায় নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনী ও আনসার সদস্য। রোববার সকালে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের কোনো সদস্যকে থানায় দায়িত্ব পালন করতে দেখা যায়নি। বাঘা থানায় কর্তব্যরত আনসার বাহিনীর ইউনিয়ন কমান্ডার এবাদুল্লাহ জানান, গত ৭ আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার বাহিনীর সদস্যরা। থানায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম জানান, পুলিশকে আগের মতো কাজে ফিরিয়ে আনার জন্য এবং সাহস জোগাতে শুক্রবার রাত থেকে থানায় কাজ করছেন। নিরাপত্তাহীনতায় যারা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তাদের অনেককেই থানায় দেখা গেছে। বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের অনেকেই থানায় আছেন। অল্প সময়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আগের মতো কাজ শুরু করবেন।