আগামীকাল (সোমবার) থেকে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এদিন থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করবে।
আর মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। আর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এসব তথ্য নিশ্চিত করেন।
১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ১৯ জুলাই রাতে সরকার কারফিউ দিলে রেলওয়ে জানায়, কারফিউয়ের মধ্যে ট্রেন চলাচল সম্ভব নয়। এ ছাড়া ১৮ ও ১৯ জুলাই আন্দোলনে রেলের ২২ কোটি টাকা ক্ষতির কথা উল্লেখ করে।
তবে কারফিউ শিথিল হলে ১ আগস্ট থেকে ৩ আগস্ট তিন দিন স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করেছিল।
এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। গত কয়েকদিনে সড়কপথে যোগাযোগ স্বাভাবিক হলে আজ ট্রেন চলাচল শুরুর ঘোষণা এলো