ময়মনসিংহ নগরে রাস্তার পরিষ্কার করতে নেমেছেন জাতীয়তাবাদী মহিলাদলের ময়মনসিংহ মহানগর শাখার নেত্রীরা। এসময় তারা সংগঠনের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সড়কের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন। রোববার (১১ আগস্ট) সকালে নগরের রামবাবু রোড সিটি স্কুল ও বাগানবাড়ী এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সভাপতি খালেদা আতিক, সিনিয়র সহ-সভাপতি ইফরাত জাহান সেন্ড্রা, সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, সহ-সভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার শীলা, সিনিয়র যুগ্ম সম্পাদক শান্তা সরকার শেলীসহ অনেকে। এসময় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে বিগত ১৮ বছর স্বৈরাচারী সরকার রাষ্ট্রের সর্বস্তরে যে অবর্জনার পাহাড় তৈরি করেছে, তা পরিষ্কার পরিচ্ছন্ন করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা হবে।