১২দফা দাবীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মবিরতিতে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় স্টেশন। সন্ধ্যা নামাশ স্টেশনের চারিদিকে নেমে আসে শুনশান নিরবতা। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলো রয়েছে ঝুঁকিতে। স্টেশন এলাকায় ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা।
জানাগেছে, লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা কর্মচারী না বাহিনী, আর বাহিনী হলে রেশন, ঝুঁকিভাতা, যাতায়াত ভাতা নিশ্চিতকরণ ও পদোন্নতির ব্যবস্থাসহ ১২ দফা দাবীতে কর্মবিরতি পালন করছে। এবিষয়ে তারা উপদেষ্টা, রেলপথ মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গত ৮আগষ্ট থেকে তারা কর্মবিরতি পালন করছেন।
এদিকে গত ৪দিন থেকে স্টেশনে আরএনবি সদস্যরা দায়িত্ব পালন না করায় লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ নিরাপত্তা ঝুঁকিতে পরেছে রেলের সকল স্থাপনাসহ সকল ট্রেন। রোববার রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, আরএনবি সদস্যরা স্টেশনের প্লাটফর্মে জড়ো হয়ে কর্মবিরতি পালন করছে। গত ৪দিন থেকে তারা কোনো স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করেননি। এতে রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ কোনো স্টেশন ও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলো নিরাপত্তা ঝুঁকিতে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যেন স্টেশনের চারিদিকে শুনশান নিরবতা বিরাজ করে। ফলে অরক্ষিত স্টেশন এলাকায় ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা।
তবে এব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট অফিসার মোরশেদ আলম বলেন, আরএনবি সদস্যদের কিছু দাবি–দাওয়া আছে। দাবি গুলো লিখিতভাবে উপদেষ্টা, রেলপথ মন্ত্রনালয় বরাবর পাঠানো হয়েছে। আর তাদেরকে যার যার স্থানে দায়িত্ব পালন করতে বলেছি। তারা আশ্বস্ত করেছেন, কর্মবিরতি প্রত্যাহার করে যে যার দায়িত্ব পালনের স্থানে চলে যাবেন।
উল্লেখ্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেশন, ঝুঁকিভাতা, যাতায়াত ভাতা নিশ্চিত, নিয়োগ নীতিমালা সংশোধন করে প্রতিবছর নিয়োগ কার্যক্রম অব্যহত রেখে ৩ বছর পর পর পদোন্নতি পরীক্ষার ব্যবস্থা, বাহিনীর প্রত্যেক সদস্যের ৮ কর্মঘণ্টা নির্ধারণ, ৮ ঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনে অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা প্রদান, অন্যান্য বাহিনীর ন্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বেতন বৈষম্য দূর করাসহ ১২দফা দাবীতে কর্মবিরতি পালন করছেন লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা।