গাজীপুরের শ্রীপুরে আওয়ামী নেতা বাদল মন্ডল দীর্ঘ দিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত! ক্ষমাতাসীন আওয়ামীলীগের পতনের পর দৌড়ঝাঁপ শুরু করেন স্থানীয় বিএনপির নেতাদের কাছে কিন্তু কেন্দ্রীয় বিএনপির নির্দেশ থাকার কারণে তারা তাকে বয়কট করেছেন বিগত আওয়ামীলীগ রাজনীতির বছরগুলোতে সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের কর্মী হয়ে মাঠে কাঁপিয়েছেন , করেছেন চাঁদাবাজি সহ মিল কারখানা দখলের পায়তারা, এবং বিভিন্ন জায়গায় জমি দখল থেকে শুরু করে কিছুই বাদ রাখেন নেই তিনি বিএনপি’র নেতাকর্মীদের উপর বিভিন্ন মামলা হামলা হুমকি-ধুমকি সহকারে করেছেন অত্যাচর। আওয়ামী সর্বশেষ নির্বাচনে সাবেক এমপি ও মন্ত্রী আলহাজ্ব এডভোকেট রহমত আলীর কণ্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ায় নিজের খোলস পরিবর্তন করে যোগ দেন রহমত আলী পরিবারের রাজনীতিতে। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামীলীগের পতন হলে বিএনপির সুদিনের সুযোগ সুবিধা ভোগ করতে দৌড়ঝাঁপ শুরু করেন স্থানীয় বিএনপির নেতাদের কাছে তবে এই বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দগণ তাকে বয়কট করেছেন গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্য ভাংগ্নাহাটি (আনসার রোড সংলগ্ন) গ্রামের হাফিজ উদ্দিন মন্ডলের সন্তান মোঃ বাদল মন্ডল। বাদল মন্ডলের বিরুদ্ধে রয়েছে এলাকাবাসীর অগণিত অভিযোগ। এলাকাবাসীর দাবি বাদল মন্ডল কে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হোক, যাতে এরপর এরকম ভাবে কেউ দল বদল ও অসহ্যনীয় অত্যাচার না করতে পারে।