সনাতনীদের ওপর দেশব্যাপী নির্যাতন, ভাংচুর, লুটপাটের প্রতিবাদে ৮ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে শহরের নাট্য সংস্থা (গানাসাস) এর সামনে সাধারণ সনাতনী শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্বলিত ব্যানারে সনাতনী ছাত্র-জনতা ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগানে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা দাবি জানান- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের ওপর সংঘটিত সব প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। উক্ত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, হিন্দুদের ওপর হামলা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, আগুন দিচ্ছে, লুটতরাজ হচ্ছে। যে সরকারই আসুক না কেন নিজেদের নিরাপত্তা দাবি করেন তারা।