নরসিংদীতে ৮৮ লাখ ৫০ হাজার টাকা ও একটি প্রাইভেটকারসহ ৩ ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তার কাজে দায়িত্বরত শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হরিয়ালা গ্রামের আবু মিয়ার ছেলে মনির হোসেন (৪০), একই জেলার সদর উপজেলার রাজঘর ববিপারার জুরু মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩৫) ও আশুগঞ্জের দূর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩৩)।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজ্যুটেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থী সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে তাতে তল্লাশি করে টাকার দুটি ব্যাগ পাওয়া যায়।এ সময় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালকসহ ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নেওেয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেড ডা. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারিতে জমা রাখা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার হয়েছে বলে জানান মো. জাহিদুল ইসলাম।