কয়েকদিন বন্ধ থাকার পরে ঠাকুরগাঁওয়ে স্বাভাবিক হয়েছে থানার কার্যক্রম। সেনাবাহিনীর সহায়তায় ঠাকুরগাঁওয়ে সাতটি থানার মধ্যে ছয়টি থানা ইতিমধ্যেই তাদের সকল ধরনের কার্যক্রম চালু করেছে। জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেছেন। কার্যক্রম থানাগুলোর মধ্যে রয়েছে, সদর থানা,বালিয়াডাঙ্গী, রানীশংকৈল,পীরগঞ্জ থানা ও রুহিয়া থানা। এছাড়া ভূল্লী থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, জেলায় মোট সাতটি থানা রয়েছে। এরমধ্যে ছয়টি থানায় কার্যক্রম আজ থেকে চালু হয়েছে। বাকি দুই থানার কার্যক্রম খুব শিগগির শুরু হবে।