বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী, সাংবাদিক ও জনতার জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। শনিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। আহতদের পঙ্গুত্ব প্রতিরোধ এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ঢাকাসহ সারাদেশের বিপিএ এর কয়েকশ’ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সদস্যরা তাদের হাসপাতাল, ক্লিনিক ও সেন্টার থেকে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন। উদ্বোধন অনুষ্ঠানে আহতদের মধ্য থেকে নিম্ন আয়ের ২০ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে যারা এক পা বা দুই পা হারিয়েছেন, তাদের জন্য কৃত্রিম পা, হুইল চেয়ার ও ক্র্যাচ বিনামূল্যে দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, অতি নিম্ন আয়ের রোগীদের জন্য সামর্থ্য অনুযায়ী সহায়তা দেবে বিপিএ। পুরো কার্যক্রম বিপিএ’র ‘ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা কমিটির মাধ্যমে চলমান থাকবে। আহত ভুক্তভোগীদের নিচে দেওয়া মোবাইল নম্বরগুলোয় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে- ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক ডা. দলিলুর রহমান – ০১৭৫১৮৭১৬১৪, ঢাকা বিভাগের সমন্বয়ক ডা. ফরিদ উদ্দিন- ০১৭১২০৮১৫৭৮, চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ডা. জাহিদুল ইসলাম -০১৬৭৫৬৬৭১২৯, রংপুর বিভাগের সমন্বয়ক ডা. তাশিকুল ইসলাম –০১৭১৬৯৪৫৩৩১, সিলেট বিভাগের সমন্বয়ক ডা. সাইদুর রহমাআ সরদার– ০১৭১১০০৪৬৩৫, রাজশাহী বিভাগের সমন্বয়ক ডা. মো. তোরাব আলী- ০১৭১৪৩৩২২৫৭, খুলনা বিভাগের সমন্বয়ক ডা. মো. সুবীর দেবনাথ –০১৮৪০০৫০৩৯০, বরিশাল বিভাগের সমন্বয়ক ডা. আরাফাতুল ইসলাম সম্রাট –০১৭১৬৮০৯২৬৯, ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ডা. গোলাম সারোয়ার– ০১৬৭৮০২৯৩৫৩ । একসঙ্গে জানানো হয়, শিগগিরই হটস্পটগুলোতে ক্যাম্প করে আহতদের খুঁজে বের করার কাজও শুরু করবে বিপিএ। সময়োচিত ও অত্যাবশ্যকীয় এমন উদ্যোগ নেওয়ার জন্য বিপিএকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানান তিনি।
একইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে আহতদের অভিভাবক, অতিথি, ফিজিওথেরাপি পেশাজীবীরা বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি মিসেস শিমা দত্ত, অস্ট্রেলিয়া প্রবাসী ও ব্যবসায়ী শহিদুল্লাহ, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. দলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি ডা. ইশরাত জাহান, মহাসচিব ডা. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. জাকারিয়া ফারুক, যুগ্ম সম্পাদক ডা. মনিরুজ্জামান খান, ডা. মিজানুর রহমান, নির্বাহী সদস্য ডা. মঞ্জুরুল আলম, ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।