পুলিশের অনুপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের যানবাহনে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ৬ জন মাদক পাচারকারী ও বিদেশি অস্ত্রসহ ১ জনকে ধরা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করেন শিক্ষার্থীরা। আটক মাদকের মধ্যে রয়েছে গাজা ও ফেন্সিডিল। এর মধ্যে সাড়ে ১০ কেজি গাঁজা ও ২২ বোতল ফেন্সিডিলসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন শিক্ষার্থীরা। অভিযুক্তরা হলেন, ঢাকার শনির আখড়ার আকবর আলীর ছেলে মালেক, নারায়ণগঞ্জের রফিক উদ্দিনের ছেলে পলাশ, নেত্রকোনার শামছু মিয়া ছেলে জুয়েল, গোপালগঞ্জের সিদ্দিকুর রহমানের ছেলে রাসেল মিয়া, নরসিংদীর শাহানাজ মিয়ার ছেলে খলিল মিয়া, সিলেটের মদিনা মার্কেটের মতিলাল তালুকদারের ছেলে সৈকত তালুকদার। পরে তাদেরকে সেনাবাহীনির কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের সমন্বয়ক সুফিয়ান আজাদ জানান, মহাসড়কের আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগে মাদক কারবারীরা বিপুল পরিমাণ মাদক বিভিন্ন পরিবহনে করে মাদক পাচার করছেন। পাচার রোধে শিক্ষার্থীদের এই কার্যক্রম চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ধরা পড়া মাদক ব্যবসায়ীরা জানান, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা এসব মাদক ক্রয় করে ঢাকা, নেত্রকোনা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে তারা পাচার করছিলেন।