গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্ব পদত্যাগ বাধ্য করায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । জানা যায় উপজেলা আওয়ামী লীগের নির্দেশে গতকাল শুক্রবার রাতে প্রতিটি ইউনিয়নে মাইকিং করে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি কে সকল জনগণ নিয়ে কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছিল । সেই মোতাবে কোটালীপাড়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি সেক্রেটারি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের স্ব স্ব অবস্থান থেকে তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে এক একটি মিছিল উপজেলা চত্বর ও আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিশাল বিক্ষোভ সমাবেশে পরিণত হয় । এ সময় কর্মী সমর্থকরা প্রত্যেকের মুখে মুখে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে।” চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ‘ উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত জনতার মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা না আসবে ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলোমান থাকবে। এ সময়ে বিক্ষোভ মিছিল কে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনা বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক মেয়র কামাল হোসেন শেখ, অহিদুল ইসলাম হাজরা, বর্তমান মেয়র মতিয়ার রহমান হাজরা, ও রাধাগন্জ ইউনিয়নের ৫ নং ওয়াড যুবলীগের সভাপতি মো আফজাল শেখ,রাধাগন্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো সাখাওত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।