বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় ফরিদপুর শহরের আলিপুর খা পাড়া ঈদগাহ মাঠে আজ শুক্রবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকার মুরুব্বী মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বাসিন্দা সাগর খান, সাজিদ খান , সাইফ খান ও সজিব খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আজম খান, অধ্যাপক তারেক আইয়ুব খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরার নাইম ইতু, শাহ মোহাম্মদ আরাফাত , সাইফ খান প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা এই আন্দোলনে বিভিন্ন দিক তুলে ধরে বলেন এই আন্দোলনে সর্বস্তরের জনগণ মাঠে ছিল বলে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আমরা আবার স্বাধীন হয়েছি । আর তাই এই স্বাধীনতা ধরে রাখতে হবে। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। দেশটাকে ভালোমতো গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের মধ্যে যেন কোন বিভেদ বা অহংকার না থাকে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে ।একই সাথে এই ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় । অনুষ্ঠান পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা কামাল। এরপর শহরের বাদামতলী সড়কে শহীদ মীর মুগ্ধ সিএনজি স্ট্যান্ড, (চাঁদা মুক্ত একটি সিএনজি স্ট্যান্ড) এর উদ্বোধন করা হয় । এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।