১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন। এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, আশারাফউদ্দিন তারা, ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান বাবু শিকদার ও উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি ফকির এনায়েত হোসেন প্রমুখ। এসময় সকল বক্তরা সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে স্বদেশে ফিরিয়ে আনার জোর দাবি করেন। আগামী সোমবার উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা করেন।