ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাঙলা এলাকার নদীর উত্তর পারে মৃত ডাঃ জালাল উদ্দীনের বাড়িতে পূর্বশক্রতার জেরে হামলা ও জোর পূবক জমি দখল করার অভিযোগ উঠেছে পতিপক্ষ হুমায়ুন আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, বাবুল হোসেন সহ ৪ ভাইয়ের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা গেছে, ভুক্তভোগী ডাঃ জালাল উদ্দীনের ছেলে মোঃ নুরে আলম মিলন এনজিও কর্মকর্তা জানান গত শুক্রবার ৯ ই আগষ্ঠ ভোরে মৃত খালেক মাস্টার এর ছেলে মোঃ হুমায়ুন নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী রাণদা, চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে এবং আমাদের বাড়ির ঘর ভেঙে দিয়ে গাছপালা কেটে, সাইন বোড লাগিয়ে বেড়া দিয়ে জমি দখল করার শ্রেষ্টা করে মোঃ হুমায়ুন ও তার চাচাতো ভাই মৃত চানঁমিয়ার ছেলে আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন সহ অনেকে। এসময় আমরা বাধা দিতে গেলে আমাদের বাড়ির সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি সহ নানা ভয়ভিতি দেখান, এবং আমার মায়ের ঘরে ডুকে জোরপূর্বক টানাহেঁচড়া করে ঘর থেকে ১৫০০০ টাকা ও স্বর্ণের অলংকার আনুমানিক সারে তিন ভরি স্বর্ণ নিয়ে যায় দূর্বৃত্তরা। এবিষয়ে দেশের এই ক্লান্তি কালে থানায় পুলিশ না থাকায় লিখিত কোনো অভিযোগ করতে পারি নাই। এজন্য আমরা সেনাবাহিনীকে ফোন করে বিষয়টি অবহিত করেছি।