কুমারখালীতে জরুরি আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন সেনাবাহিনীর ক্যাপটেন সাকলাইন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ওসি আকিবুল ইসলাম আকিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট-এসিল্যান্ড আমিরুল আরাফাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আফতাব উদ্দিন, নায়েবে আমির আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, শাতিল মাহমুদ, আতিকুর রহমান সবুজ। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সহ-সভাপতি মাহমুদ শরীফ, নির্বাহী সদস্য সাংবাদিক সামরুজ্জামান (সামুন), শরিফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা আসাদুজ্জামান, কামরুজ্জান সোয়াদ প্রমূখ। সভায় কুমারখালীর আইন-শৃংখলা যাতে নষ্ট না হয়, তার উপর গুরুত্বারোপ করে সবাইকে এই ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়।