শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ইতোমধ্যে তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এদিকে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন হাইকোর্ট বিভাগের ৭ বিচারপতি। সম্ভাব্য তালিকায় রয়েছেন— বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি একেএম আসাদুজ্জামান, জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল কবির, বিচারপতি শেখ আব্দুল আওয়াল, বিচারপতি মামনুন রহমান।