আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর ৫ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট করে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। সেই লুট হওয়া মালামালের মধ্যে দুটি অস্ত্র, ১টি হ্যান্ডকাপসহ প্রায় ৪ পিকআপ মালামাল উদ্ধার করেছে উদ্ধার করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ ও ৭নং ওয়ার্ড এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করে। পরে তারা উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুঝিয়ে দেয়।
শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে থানা পরিষ্কারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করা শুরু করে।
মেহরাব হোসেন প্রভাত নামের এক সমন্বয়ক বলেছেন, আমরা থানা পরিষ্কারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারের উদ্যোগ নিয়েছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশে আছি।
নাহিদ নামের আরেক সমন্বয়ক বলেছেন, থানা পরিষ্কারের কার্যক্রম প্রায় শেষের পথে। শনিবার থেকে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মালামাল উদ্ধারের যথেষ্ট সরব আমরা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, শিক্ষার্থীরা এখন পর্যন্ত দুটি অস্ত্রসহ কয়েক গাড়ি লুণ্ঠিত মালামাল উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা। অতি শিগগিরই থানা পুলিশের কার্যক্রম চালু হবে বলেও তিনি উল্লেখ করেন।