বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চেীধুরী বলেছেন, আজকে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে দেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের। তাদের বড় ধরনের সমর্থন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে।
শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের যারা উন্নয়নের অংশীদার ছিলেন, আগামীদের বাংলাদেশের কী হবে এটা নিয়ে একটা দ্বিধা-দ্বন্দ্ব ছিল বলে উল্লেখ করেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, আজকে সেই শঙ্কা কেটে গেছে। এখন আগামীদের বাংলাদেশে আমরা সবাই মিলে কীভাবে গঠন করব, সেখানে জাতিসংঘ আমাদের প্রধান অংশীদার। তাদের সমর্থন প্রয়োজন আছে। তারা সেই সমর্থন দিতে রাজি আছে। তারা সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ব।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, আমি আজকে সকালে এখানে এসেছি। বৈঠক করেছি বিএনপির সঙ্গে। আপনারা জানেন গতকাল রাতে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন হয়েছে। এতে জাতিংঘের গুরুত্ব ভূমিকা রয়েছে, আমরা এই সরকারকে সমর্থন করেছি।
তিনি আরও বলেন, আমরা সব পক্ষ ও রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সঙ্গে মিটিং করছি। কীভাবে জাতিসংঘ বাংলাদেশকে দীর্ঘমেয়াদি উন্নয়নের অংশীদার হতে পারে। এই সরকারের সঙ্গে কাজ করতে পারে।