শরীয়তপুরের চরকুমারীয়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় মো. ফারুক (৪৫ ) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতা নিহত হয়েছেন। নিহত ফারুক চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, বুধবার (০৭ আগস্ট) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার চড়কুমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে সিরাজ মোল্লার ভাই ফারুক ওরফে জসিম মোল্লা নিহত হন। এছাড়া আহত হন আরও ১০ জন। আহতদের মধ্যে তিনজনকে ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আনিকা বলেন, হাসপাতালে আনার পর তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া নিহতের সাথে তার ভাই হাসপাতালে ভর্তি হন। তার শরীরেও বিভিন্ন জায়গায় জখম রয়েছে।