বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগে পুলিশের গুলিতে আহত নোয়াখালীর বেলালন হোসেন রাব্বি (২০) বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের হাজী আব্দুর রব মিয়ার বাড়ির কবির হোেেসনর বড় ছেলে ও মিরপুর বাংলা কলেজের পরীক্ষার্থী। হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন জানান, , গত চার আগষ্ট পুলিশের সাথে ছাত জনতার সংর্ষের সময় রাব্বি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাব্বির খুনিদের বিচার দাবি করেছে স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, ছাত্র মৃত্যুর বিষযটি আমরা মুনেছি, উপর মহল থেকে আমাদের কাছে এখনো কোন নির্দশনা আসেনি, নির্দশনা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।