শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে সরাইল উপজেলা উচালিয়াপাড়া মোড়ে ফায়ার সার্ভিসও শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর একটার দিকে সরাইল উপজেলা উচালিয়াপাড়ার মোড়ে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে সরাইল উচালিয়াপাড়ার মোড়সহ বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে পরিবহন অন্যান্য যানবাহন। উপজেলার বিভিন্ন এলাকাসহ সরাইল-নাসিরনগর লাখাই থেকে আসা সড়কগুলো গুরুত্বপূর্ণ এ মোড় মিলিত হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লাগছে জট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও উপজেলা ফায়ার সার্ভিস এর সদস্যরা ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। শিক্ষার্থী জাদান বলেন, সকাল থেকে আমাদের সাথে ফায়ার সার্ভিস লোকও কাজ করছে এই যানজট নিরসনে। এই কাজ করতে আমাদের অনেক ভালো লাগছে। রাস্তার যানবাহন শৃঙ্খলা করতে ট্রাফিক যে কাজটি করে সেই কাজটি আমরা করে যাচ্ছি।