আমরা ফরিদপুর জেলাবাসী নিশ্চয় ফরিদপুরের সাবেক পুলিশ সুপার(এসপি) আলিমুজ্জামান সাহেবের কথা এখনো ভুলে যাই নাই। তার সততা,নিষ্ঠা, আন্তরিকতা, অন্যায়ের সাথে আপোষহীনতা, দলমত নির্বিশেষে মানুষের সেবক,মজলুমের বন্ধু, জুলুমবাজ দখলবাজ সন্ত্রাসীদের আতংক হওয়ার গল্প আমাদের প্রায় সবারই জানা। বর্তমান এসপি মোর্শেদ আলম সাহেবও তার নিজেকে সৎ,সজ্জন এবং নিরপেক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তার যোগদানের শুরু থেকেই। যদিও অসৎ পুলিশের দৃষ্টান্তের অভাব নাই। তারপরও আইনগত আশ্রয় বলেন বা আইনগত বিষয়ে ব্যবস্থা গ্রহণ বলেন, সবশেষে কিন্তু আমাদের পুলিশের কাছেই যেতে হয়। হ্যাঁ ,আমিও আপনাদের সঙ্গে একমত যে, পুলিশ বাহিনীর সংস্কার দরকার। যাতে করে আর এরকম পদলেহনকারী, দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ, রাজনৈতিক তোষামোদকারীদের সৃষ্টি না হয়। যেন এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন না ঘটে, পুলিশ যেন পেশাদারিত্বের সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারে। চলুন আমরা সেরকম পুলিশ বাহিনী গড়ে তুলি এবং পুলিশ ভাইকে আমাদের নিজেদের ভাই বলে তাদের পাশে দাঁড়াই, কেননা প্রতিটি পুলিশ সদস্য আপনার-আমার কিংবা অন্য কারো ভাই, বোন, স্বামী, স্ত্রী বা সন্তান এবং এই সমাজেরই অংশ। আসুন দেশটাকে আবার নতুন করে গড়ে তুলি, আইন-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসি, পুলিশদের কাজের পরিবেশ সৃষ্টি করে দেই, যেন আরেকজন পুলিশ সদস্য আক্রান্ত না হয়, যেন আর একজন সংখ্যালঘু বা সাধারণ মানুষ আক্রান্ত না হয়। চলুন নতুন বাংলাদেশ গঠনে সবাই অংশগ্রহণ করি।