দেশে গণঅভ্যূত্থানের পরে সারাদেশের মত চট্টগ্রাম মহনগরীর ৪১টি ওয়ার্ডে কাক ডাকা ভোর থেকে রাত্র পর্যন্ত সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন ও সড়কে পরিস্কার পরিছন্নতা অভিযানে নিড়লস ভাবে কাজ করছেন শতশত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা । সারিবদ্ধ ভাবে দাড়িয়ে সুন্দর ও ভদ্র আচারনের মাধ্যমে সড়কে পরিবহনের বিশৃংখলতা রোধে নিয়মতান্ত্রিক ভাবে ট্রাফিক আইন মেনে গাড়ী চালানের জন্য অনুরোধ করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী, নৌ স্কাউট, ইসলামী অন্দেলনের সদস্যরা গত ৬ই আগস্ট থেকে সড়কে ট্রাফিক দায়িত্ব পরিস্কার পরিছন্নতা অভিযানে কাজ করছেন। এ সময় ধ্বংশ স্তূপে পরিনত বিভিন্ন থানার পরিস্কার পরিছন্নতা কাজ করতে দেখা যায় ছাত্র ছাত্রীদের। ইপিজেড এর সম্বনয়কারী ইখতিয়র তানজিম ও ছিদ্দিকুল ইসলাম জানান, আমরা প্রতি ইউনিটে ৬০ জন করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী মাঠ পর্যয়ে ট্রাফিক দায়িত্ব সড়কের পরিস্কার পরিছন্নতায় কাজ করছি। স্থানিয় প্রশাসনকে সার্বিক সহয়তা অব্যাহত থাকবে আমাদের এই কার্যক্রম। এ সময় নগরীর বহদ্দারহাট, ২নং গেইট, আগ্রাবাদ, টাইগার পাস, চট্টগ্রাম কাষ্টমস, ইপিজেড, পতেঙ্গো, কাটঘর, এলাকায় এ কার্যক্রম চলছে। গনপরিবহেনের চালক ছাব্বির আহাম্মদ জানান, সড়কে ছাত্র ছাত্রীদের ট্রাফিক দায়িত্ব পালন করায় আমরা শান্তিতে গাড়ী চালাচ্ছি কোন প্রকার কাউকে চাঁদা দিতে হচ্ছেনা। সাধারন যাত্রী সাইফুল ইসলাম জানান, ছাত্র ছাত্রীদের এ ধরনের দেশত্ববোধ দায়িত্ব আমাদের অনেককিছু শিক্ষা দিচ্ছে। নতুন ভাবে দেশ গঠনে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এ সময় নগরীর ফুটপাতে অবৈধ হাকারদের দেখা যায়নি। নাগীরর বিভিন্ন পয়েন্টে প্রায় ছয়শতাদিক ছাত্র ছাত্রী দায়িত্ব পালন করছেন।