গত ৫ আগষ্ট সোমবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেলান্দহ পৌর সভার দুই বারের সাবেক সফল মেয়র জেলা আওয়ামী লীগের সহসভাপতি জননেতা হাজী দিদার পাশা মেলান্দহ উপজেলাবাসীর কাছে আহবান জানান যে, দেশে ছাত্রদের কোটা আন্দোলন কে কেন্দ্র করে গণ-অভ্যুত্থানের সৃষ্টি হওয়ায় এবং চলতি বিরাজমান পরিস্থিতি নিয়ে দেশ ও জাতির ক্লান্তি লগ্নে মেলান্দহে যাতে করে কোন প্রকার সহিংসতা, অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য তিনি মেলান্দহ বাজারে সকল ব্যবসায়ী, সাধারণ মানুষ কে নিয়ে এক শান্তি মিছিল করেন। পরে শান্তি মিছিল শেষে মেলান্দহ বাজারের সকল ব্যবসায়ী,সাধারণ মানুষ ও সকল শ্রেণির পেশাজীবি মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, ভুলে গিয়ে সম্প্রীতি বজায় রেখে সহিংসতা যাতে না ঘটে এই জন্য সকলের প্রতি অনুরোধ ও সহযোগিতা কামনা করে ছাত্র জনতাসহ সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বক্তব্য রাখেন।