নরসিংদীতে ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধন্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের মতো কর্মবিরতি পালন করছেন জেলায় কর্মরত হাজারো পুলিশ সদস্য। কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ফজলে খোদা। বুধবার বিকালে নরসিংদী পুলিশ লাইনসে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্যরা। এ সময় আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তাঁরা গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিক্ষোভ করছেন পুলিশ সদস্যরা।পুলিশ লাইনসের ব্যারাকের সামনে থেকে সেখানে কর্মরত হাজারো পুরিশ সদস্য পুলিশের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি পুলিশ লাইনসের মূল ফটকের কাছে এসে শেষ হয়। পরে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোাগান দিতে থাকেন তাঁরা। পরে অথিরিক্ত পুলিশ সুপার ফজলে খোদা তাদের দাবীর আদায়ের জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিলে মিছিলটি স্থগিত করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) সামসুল আরিফিনসহ পুলিশের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।