বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জেলা শাখার আয়োজনে চলমান সহিংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতারা। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ভবনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড.আদম সুফি,এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল,এ্যাড.মজনুর রহমান,এ্যাড.এম এ বারী,সিনীয়র আইনজীবী এ হাসান প্রধান,আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। লিখিত বক্তব্যে এ্যাড.আদম সুফি জানান বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদ ত্যাগের পর সারা দেশে বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা পঞ্চগড়েও ঘটেছে।সংখ্যালঘুদের উপরে হামলা ও নির্যাতনের সংবাদ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নাম ও ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবকে ম্লান করার জন্য উঠে পড়ে লেগেছে। এই দেশ কে অস্থিরতা তৌরীর চেষ্টা করছে একটি মহল।আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তিনি আরও জানান পঞ্চগড়ে সংখ্যালঘুদের প্রত্যেকটি পরিবারের সাথে দেখা করেছি কথা বলেছি তারা নিজেরাই জানিয়েছেন এ ধরনের কোন ঘটনা তাদের সাথে ঘটেনি।এসব ঘটনার সাথে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়।এসব বিচ্ছিন্ন ঘটনার শিকার প্রত্যেকটি পরিবারকে সহমর্মিতা জানাচ্ছি এবং যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।