রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে কোটা আন্দোলনের শহীদদের গায়বানা জানাজা নামাজে অংশ গ্রহণ কালে কোটা বিরোধী সরকারের পুলিশি মিথ্যা মামলায় আটক হন পটুয়াখালীর সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলামীন সুজন। গত ছয় আগষ্ট রাষ্ট্রপতির আদেশে সারাদেশে বিভিন্ন মামলায় গত ১ জুলাই থেকে আটক হাজারো বন্দীদের কারামুক্তি দেন,এ সময়ে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলামীন সুজন মুক্তি লাভ করেন। নেতার আগমন উপলক্ষে স্বাগত জানাতে সকাল থেকে বৃষ্টিতে ভিজে পটুয়াখালী লেবুখালী পায়রা সেতু টোল প্লাজায় হাজরো মানুষ মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে অপেক্ষা করেন। পরে যুবদল নেতা সুজনকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল হাজারো মানুষের বিশাল শোডাউন দিয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদিক্ষণ করে বিএনপির সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্সাল আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী র বাস বভনের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়। যুবদল নেতা বলেন কোন ব্যাক্তি বা গোষ্ঠি যদি কারও বাড়ি, দোকানঘর, ব্যাবসা প্রতিষ্ঠান বা কারো সাথে অযথা কোনো প্রকার ধন্দে যরায় তাহলে আমাকে অথবা আমাদের খবর দিয়ে হাত পা বেঁধে রাখবেন আমরা তা কঠর হস্তে দমন করবো বলে তিনি জানান।