ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিজয় মিছিল ও শপথ পাঠ, সড়কে যানজট নিরসন সহ নানা কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় শহরের গোয়ালচামট পুরাতন বাসষ্ট্যান্ড মোড় থেকে শিক্ষার্থীদের আনন্দ মিছিল বের হয়। নানা স্লোগানে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজেন্দ্র কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নের্তৃত্ব দেয় ফরিদপুরের শিক্ষার্থীদের সমন্নয়ক আবরার নাইম ইতু ও অভিভাবক মেহেরুন নেছা। পরে কলেজ মাঠের অস্থায়ী মঞ্চ থেকে সকল শিক্ষার্থীদের নিয়ে শান্তির বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করে তারা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আর তাই এই অর্জিত স্বাধীনতা কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বক্তারা বলেন, এ আন্দোলন করেছে দেশের ছাত্র সমাজ। তাই এ বিজয় কোন রাজনৈতিক দলের দাবি করার সুযোগ নেই। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে শপথ বাক্য পাঠ করেন মেহেরুন নিসা। অনুষ্ঠানের শেষে উক্ত আন্দোলনে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি তানভীর আহমেদ। এছাড়াও শিক্ষার্থীরা শহরের যানজট নিরসনে বিভিন্ন মোড়ে কাজ করতে দেখা যায়। শহরের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিস্কার করে শিক্ষার্থীরা।