সংসদ ভেঙ্গে দেয়ার পর দেশে চলমান অস্থিরতায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতার অভিযানে মাঠে নেমেছে শিক্ষার্থী ও জনতা। প্রথম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতা মিলে জেলা শহরে যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধ করেন। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি। শহর ঘুরে দেখা যায়, আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। এ সময় শহরের যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধ করেন তারা। পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালনসহ ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের। শহরের বাস টার্মিনাল মোড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিলেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা মোঃ মোশাররফ হোসেন, আক্তারুজ্জামান আসিফ, মেহেদি হাসান, মেহেদী হাসান অন্তর সহ অনেকেই। লাল সবুজ সোসাইটি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান আসিফ বলেন, আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক। দেশের এ পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে। তাই আমরা আমাদের শহরকে পরিচ্ছন্নতা করতে এসেছি পুরো টিম নিয়ে। শিক্ষার্থীরা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দিয়েছেন- শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে। সেই লক্ষেও আমরা কাজ করে যাচ্ছি।