স্বৈরাচারি সরকারের পতন হওয়ায় ফরিদপুরের সালথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সালথা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার আয়োজনে সদর বাজারে এ মিছিল ও পথসভা করেন নেতৃবৃন্দ। উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ কামরুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কারি মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরনকারীদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।