চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা যানযট নিয়ন্ত্রন ও পরিছন্ন কার্যক্রম পরিচালনা করছে। বুধবার সকালে বাসষ্টেষন জিরো পয়েন্ট ,ত্রিবেনী মোড়,কলেজ গেইট এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে এই কার্যক্রমে পরিচালনা করেন। এসময় রোভার স্কাউটসের এক সদস্য জানান,কয়েক দিনে যাবৎ ট্রাফিক সদস্যরা সড়কে না থাকায় যানজটে সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়েছে।তাই আমরা হাটহাজারী কলেজে স্কাউট ও সর্বস্তরের জনগনের উদ্দ্যেগে ট্রাফিকের কার্যক্রম পরিচালনা করছি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার শাখার মুখপাত্র,লায়ন আজিজ মাদানী জানান,আমাদের কেন্দ্রীয় নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব না নেওয়ার পর্যন্ত আমাদের সন্মানিত আমীর বিভিন্ন উপজেলার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাবো। এই যানযট নিয়ন্ত্রণে আমাদের সংগঠন ও বিভিন্ন ছাত্র-জনতা পালা বদল করে এই নিয়ন্ত্রণে কাজ করে যাবো।