কাঁচা বাজার নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়া দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক মহল্লাবাসী আহত হয়েছে। গুরুতর আহত চাউল ব্যবসায়ী মামুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে চলাকালে বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান, পাটের গুদামে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীযরা জানায়, উল্লাপাড়া পৌর এলাকার বাবুল শেখের সঙ্গে চর সাতবাড়িয়া মহল্লার আমিনুল ইসলামের মধ্যে উল্লাপা কাঁচা বাজার নিয়ে বিরোধ সকাল ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এখবর ছড়িয়ে পড়লে উভয় মহল্লাবাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এসময় পাটের গুদাম, বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযো করা হয়। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুরুল ইসলাম বাবু বলেন, পাটগুদাম ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা উল্লাপাড়া ছাড়াও, শাহজাদপুর, কামারখন্দ, রায়গঞ্জ, সিরাজগঞ্জসহ ৬টি উপজেলা থেকে আসা ফায়ারসার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির নিরূপন করা সম্ভব হয়নি। উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা জানান, দুজন ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি নিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ করা হয়। সেনাবাহিনী ও ফায়ারসার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।