শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ত্যাগ করায় টাঙ্গাইলে আনন্দ মিছিল বিএনপি’র নেতাকর্মীরা। বুধবার বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে জেলা বিএনপি’র উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যোন এসে শেষ হয়। এসময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিএপি’র নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর উদ্যানে একত্রিত হয়।