শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ায় নরসিংদেিত ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজয় উল্লাস করছে।সরেজমিনে দেখা যায়,ঢাকা-সিলেট মহাসড় ভেলানগরসহ পুরো রাস্তায়সহ অলিগলিতে বাধভাঙা উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে সাধারণ মানুষ।এ সময় ছাত্রনেতা যুবায়ের রহমান ও হাসমন বলেন, দীর্ঘদিন পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ ছিল পুরো বাঙালি জাতি আজ আমরা স্বাধীন হয়েছি। আনন্দ মিছিলে শহিদ তাহমিদের বোন ছাত্রী লিনাত কান্নাকণ্ঠে বলেন, ৭১-এর স্বাধীনতা দেখিনি। গতকাল দেখে ও মিছিলে থেকে বুঝতে পারলাম স্বাধীনতা কী। এ উল্লাস শুধু আমাদের নয়, পুরো বাঙালি জাতির। আর আমার ভাইকে আন্দোলন চলা কালে পুলিশ গুলি করে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। আমাদের ভাই-বোনের রক্তের মাধ্যমে আমরা গতকাল (৫ আগস্ট) একটি সুন্দর স্বাধীন দেশ পেয়েছি।