পঞ্চগড়সহ সারাদেশে অগ্নিসংযোগ, লুটপাত ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় আদালত চত্বর এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সমন্বায়ক ফজলে রাব্বী প্রতিবাদ জানিয়ে বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতার নামে পঞ্চগড়সহ সারাদেশে তৃতীয় শক্তি কর্তৃক অগ্নিসংযোগ, লুটপাত ও ভাঙচুর চালাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এবং এ শক্তিকে প্রতিহত করতে ছাত্রদের আহ্বান করছি।