শেখ হাসিনার পদত্যাগের পর মন্ত্রিবিহীন সচিবালয়ের চিত্র পাল্টে গেছে। নেই আগের সেই চিরচেনা রূপ। সচিবালয়ে মঙ্গলবার (৬ আগস্ট) কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত অনেক কম হলেও ছিলেন না কোন মন্ত্রী। অফিসে তেমন কোনো কাজকর্ম না থাকলেও অনেকের চোখেমুখেই ছিল আতঙ্ক। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা করেই সময় পার করতে দেখা গেছে অনেককে। বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের কক্ষ থেকে সকালেই নামিয়ে ফেলা হয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী দেশত্যাগ করা শেখ হাসিনার ছবি।
মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, অনেক কর্মকর্তা-কর্মচারীর চোখেমুখে ভয়ের ছাপ। শেখ হাসিনার সরকার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই মন্ত্রীরা আর দায়িত্বে না থাকায় অফিসে আসেননি। তবে বেশ কয়েকজন সচিব অফিস করেছেন। বিভিন্ন দপ্তরে কর্মকর্তার কক্ষে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলে ফেলা হয়েছে। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে। এদিন বিভিন্ন দেয়াল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ অন্যান্য ব্যানার-ফেস্টুনও সরিয়ে ফেলা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, এখন কার্যত দেশে কোন সরকার নেই। ফলে তারা তেমন কোনো নির্দেশনাও পাননি। সরকারি চাকরি করেন, তাই অফিসে এসেছেন। সরকারি অফিস সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হলেও বিদ্যমান পরিস্থিতিতে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকেই কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই অফিস ছেড়ে বের হয়ে যান।