চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গেটের পাশে মেডিনোভা মেডিকেল সেন্টারে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। এ সময় ভাংচুর করা হয়েছে অত্যাধুনিক যন্ত্রাংশ। লুটপাট করা হয়েছে ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ। ক্ষতির পরিমান ২৫ থেকে ৩০ লাখ টাকা। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেইন গেটের পাশে ঠিকানা বিল্ডিং এর নিচতলায় অবস্থিত এই ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে অটোরিক্সা ও দুইটি পাখি ভ্যানে সশস্ত্র অবস্থায় একদল দুষ্কৃতিকারী প্রতিষ্ঠানটিতে হামলা করে। প্রতিষ্ঠানটির সাইনবোর্ড,কলাপসিবল গেট,থাইগ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে এসি,ল্যাবের যন্ত্রাংশ ও আসবাবপত্র ভাঙচুর ও লুটতোরাজ করে। প্রতিষ্ঠানটির নগদ অর্থ সহ সিসি ক্যামেরা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। উল্লেখ্য মেডিনোভা মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী এ. এইচ. এম. এম. কামাল তুহিন, দৈনিক নবচেতনা ও দৈনিক পূর্বাঞ্চলের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।