ঠাকুরগাও জেলার ৬ সাংবাদিক হামলার শিকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই ঠাকুরগাও জেলার ৫ সাংবাদিক এবং এরআগে ২ সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। সোমবার বিকেলে মাছরাঙা টেলিভিশনের ঠাকুরগাও জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের বাড়িতে হামলা ও লুটতরাজ চালিয়েছে দুর্বৃত্তরা। এসএ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, জাকির মোস্তাফিজ মিলু,জিটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এমদাদুল হক ভুট্রু ও বাংলাভিশন টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, খোদা বকস ডাবলুর মোবাইল ফোন আচড়ে ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা। তারা খোদা বকস ডাবলুর মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালায়।দুর্বৃত্তরা এমদাদুল হক ভুট্রোকে লাঞ্চিত করে। লোকায়ন পত্রিকার রুহিয়া প্রতিনিধি দুলাল হকের বাড়িতেও হামলা হয়েছে। এরপুর্বে ৪ আগষ্ট রোববার আদালত চত্বর এলাকায় প্রথম আলো পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, মজিবর রহমান খানের উপর চড়াও হয় এবং পিঠে চাকু দিয়ে স্টেপ করে।একইদিন অন লাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আওয়ালের গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা।