চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের শান্তিপূর্ন মিছিলে আওয়ামী লীগের ক্যাডার বাহনিীর গুলিতে ৩ শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। এর ভেতর একজন ক্যাডার বাহিনী ভাড়ারার চেয়ারম্যান আবু সাঈদের দেহ রক্ষী বলে জানা গেছে। গুলি বিদ্ধ হয়েছে শতাধিক। নিহতেরা হলো শিক্ষার্থী জাহিদুল ইসলাম(১৯),ফাহিম (১৬) ও মাহবুবুল ইসলাম (১৭)। অজ্ঞাত নামা ক্যাডার সাঈদের দেহরক্ষীর লাশ বাহিনীর লোকজন নেিয় গেছে। প্রত্যদর্শী, পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে রোববার ৪ আগষ্ট সকাল ১০:৩০ মিনিটের দিকে বৈষম্য বিরোধী ছাত্র- ছাত্রীরা পাবকান এডওয়ার্ড কলেজ চত্তর থেকে বিশাল একটি বিক্ষাভ মিছিল নিয়ে পাবনা শহরের দিকে অগ্রসর হয়। এ সময় আওয়ামী ক্যাডার বাহিনীর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক ও তার বাহিনী শিক্ষার্থীদের উপর হামলা করলে শিক্ষার্থ ও পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ওলি গলিতে আত্মগোপন করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা যুবলীগের অফিস ভাংচুর করে। দ্বিতীয় দফায় আওয়ামীলীগ নেতা ভাড়ারা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান তার বাহিনী নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে ওলিতে গলিতে আশ্রয় নেয়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে সামনে অগ্রসর হলে গলি থেকে বেড়িয়ে পেছন দিক থেকে ছাত্রদের উপর অবৈধ অস্ত্রের মাধ্যমে এলোপাথারী গুলি করতে থাকে। গুলিবিদ্ধ হয়ে ওই তিন শিক্ষার্থী ও ক্যাডার সাঈদের দেহ রক্ষী নিহত হয়। এ সময় পুলিশ ও অন্যান্য ছাত্ররা তাকে ধরার চেষ্ট করলে সে দদ্রুত বুলবুল কলেজের গলি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বিক্ষুদ্ধ ছাত্ররা সাঈদের গাড়ীতে অগ্নি সংযোগ করে। শহরে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। দফায় দফায় মিছিল করছে ছাত্ররা। তারা নিহতদের লাশ নিয়ে মিছিলের কর্মসুচী দিয়েছে।