কোটা বিরোধী আন্দোলনের অন্তরালে সারা দেশে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান ফাহিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ প্রমুখ।