সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ে দলীয় কার্যালয়ের সামনে গণজমায়েত কর্মসূচি পালন করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার বেলা ১১টার দিকে সমাবেশে উপস্থিত হন কয়েক শ মানুষ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। পরে অগ্নি সন্ত্রাস-জঙ্গিবাদ, নৈরাজ্য-নাশকতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নেতারা।