ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। গত শুক্রবার বাদ আসর উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ সভাপতিত্বে শতাধিক লোকের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ আয়েত আলী, মোঃ আলফাজ মিয়া, শিক্ষার্থী মোঃ আলমগীর হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, মুনির উদ্দিন, তার হীন উদ্দেশ্য চরিতার্থ করতে গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মরত লোকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ কেআসামি করে সাজানো ঘটনায় আদালতে চাঁদাবাজির মামলা করেছে। তাদের মধ্যে সিরাজ, আনোয়ার, রশিদ,নিজেদের আহত করে মামলার নাটক সাজিয়েছেন। এরা গ্রামের সকল প্রকার উন্নয়ন ও ডাকাতি প্রতিরোধে বিরোধিতা করে আসছে। মামলা দায়ের করার তারিখে দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়িতে অবস্থান করছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, অরুয়াইল ইউনিয়নের বিট অফিসার এস আই পঙ্কজ দাস।নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকাএস আই মোহাম্মদ শফিউল্লাহ বলেন ঐদিন পুলিশের উর্ধতন কর্মকর্তারা এখানে ছিলেন। এ ধরনের কোন ঘটনার কথা আমরা শুনিনি জানিও না। সর্বোপরি গ্রামবাসী বানোয়াট সাজানো মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেন।