বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের সাতমাথা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহর প্রদক্ষিণকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর ২টা থেকে বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজারো মানুষ সাতমাথা এলাকায় জড়ো হন। সাতমাথা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। শিক্ষার্থীদের মিছিল–স্লোগানে সাতমাথা এলাকা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিকেল ৩টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে জেলা স্কুলের সামনে গেলে পুলিশকে দেখে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয়। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও জুতা নিক্ষেপ করা হয়। এতে পুলিশ প্রথমে টিয়ারশেল ও পরে রাবার বুলেট ছোড়ে। শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশর সদস্যরা জিলা স্কুলের ভেতরে অবস্থান নেন। পরে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে রাখেন। পরে জলেশ্বরীতলা, সাতমাথা, সার্কিট হাউস মোড়, জেলা জজ আদালতের সামনের সড়ক, কালীবাড়ী মোড়সহ গোটা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা শহরের সাতমাথায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন। পুলিশ প্লাজায় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, বিক্ষোভকারীরা জিলা স্কুলের সামনে ও পুলিশ প্লাজার সামনে পুলিশকে লক্ষ্য করে বিনা উসকানিতে ইটপাটকেল ছুড়লে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।