কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ডাকে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে পৌরসভার প্রাণকেন্দ্র ডাক বাংলার মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় কয়েক শত ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষদের একাংশ অংশ গ্রহণ করে। এ মিছিল ও সমাবেশে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা এসময়ে স্লোগান দেয় –আনঁ ন’ হায়িও,বত ত ও হায়িও, তুমি কে, আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। “শহীদের রক্ত বৃথা যেতে দিবো না। “এ্যাকশন এ্যাকশন ডাইরেক এ্যাকশন, ১,২,৩,৪ শেখ হাসিনা গদি ছাড় ” এসব স্লোগান দেয়। পুলিশের গুলিতে ছাত্র হত্যা ও নির্বিচারে ছাত্রদের আটকের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা। এরপর সমাবেশ থেকে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী পরবর্তীতে কর্মসূচি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্ত করেন। এসময় ঘন্টা ব্যাপি চট্টগ্রাম -খাগড়াছড়ির আঞ্চলিক মহাসড়ক যাত্রী বাহী পরিবহন বন্ধ ছিল।