পঞ্চগড়ে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের ঢল, স্লোগানে স্লোগানে উত্তাল পঞ্চগড় -ঢাকা মহাসড়ক।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা,হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবীতে মহাসড়কে অবরোধ পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১ টার সময় পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য পঞ্চগড় -ঢাকা মহাসড়কে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে।সময় বাড়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সডক অবরোধে যোগ দেন। শুধুই তাই নয় শিক্ষার্থীদের সাথে সাথে তাদের অভিভাবকদের ও অংশ নিতে দেখা যায় সড়ক অবরোধের আন্দোলনে। এসময় সাধারণ ছাত্র-ছাত্রীরা আমার ভাই মরলো কেন,জবাব চাই দিতে হবে,ভুয়া ভুয়া, সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল পঞ্চগড় -ঢাকা মহাসড়ক।তবে রোগী ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি কাজে আসা নারী, পুরুষ দের যেতে সহযোগিতা করেছে শিক্ষার্থীরা।পঞ্চগড় করতোয়া সেতুর দুই স্থরের বাঁশের বেষ্টনী দিয়ে সড়ক অবরোধ করেছে।