পঞ্চগড়ে নয় দফা দাবী আদায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও দেওয়াল লিখন প্রতিবাদ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।মিছিল টি নিয়ে জেলা শহরের দিকে এগুতে থাকলে। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসতে থাকে এসময় পুলিশ মিছিলটিকে আটকিয়ে দেয়। পরে সেখানেই অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সেখানেই প্রতিবাদ সমাবেশ করে তারা। এসময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবোনা,লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে, আমার ভাই মরলো কেন, পুলিশ গুলি করলো কেন, জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, তোর কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে এরকম স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পঞ্চগড় জেলা শহরে, শুধু স্লোগান না আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্লে কার্ড নিয়ে মিছিল করতে দেখা গেছে। পরে পুলিশ তাদের সড়ক থেকে মিছিলটি সড়িয়ে দিলে পঞ্চগড় ঢাকা মহাড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালাতে থাকেন। কিছু শিক্ষার্থী পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের প্রতিবাদিদেয়াল লিখন লিখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত শিক্ষার্থীরা।প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে পুলিশ এসে তাদের পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সড়িয়ে দিলে শিক্ষার্থীরা একে একে ওই স্থান ত্যাগ করে ফিরে যান।