শোকাবহ আগস্ট মাস উদযাপনে গৃহীত নানা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শোক শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলা শাখা। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আওয়ামী লীগ জয়পুরহাট জেলা কার্যালয় থেকে বেলা ১১ টায় বের হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমূখ। বক্তারা বলেন-দেশের উন্নয়ন যারা পছন্দ করে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত। এ ব্যাপারে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানানো হয়।